বৃহস্পতিবার ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

নওগাঁ প্রতিনিধি :

প্রকাশিত: ১৭:১২, ৩০ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় ট্রলি-পিকআপ সংঘর্ষে কিশোর নিহত

নওগাঁয় ট্রলি-পিকআপ সংঘর্ষে কিশোর নিহত
সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে ট্রলি ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে রিপন (১৭) নামে এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিপন (১৭) এর বাড়ি বদলগাছীর পালশা গ্রামে। কিশোর রিপন ট্রলির হেলপার ছিল। 

জানা যায়, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পিকাপটি দুমড়েমুচড়ে গেছে।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী গণমাধ্যমকে বলেন, বেলা ১টার দিকে ট্রলি এবং ছোট পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।   

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়