শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

চট্টগ্রাম প্রতিনিধি :

প্রকাশিত: ১৮:০৮, ২৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী কাবেরী গ্রেফতার

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী কাবেরী গ্রেফতার
সংগৃহীত

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের দেবপাহাড়ের বাসা থেকে চকবাজার থানা-পুলিশ তাঁকে গ্রেফতার করা হয়। 

জানা যায়, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে কাবেরীকে গ্রেপ্তার করে।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা গণমাধ্যমকে বলেন, কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাবেরী কক্সবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুল সরোয়ার কমলের বোন।

জনপ্রিয়