শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ময়মনসিংহ প্রতিনিধি :

প্রকাশিত: ১৪:০১, ২৬ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
সংগৃহীত

ময়মনসিংহে বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।  

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ‍্যা মিয়া (৪২) এবং আব্দুর রশিদের ছেলে রবিউলের স্ত্রী লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়