শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নাটোর প্রতিনিধি :

প্রকাশিত: ১২:৩৫, ১৭ ডিসেম্বর ২০২৪

নাটোরে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ 

নাটোরে বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণ 
সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জয়ন্তপুর এলাকায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। 

রশিদ চৌধুরী বলেন, রাতে দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এসময় পবিারের সবাই ঘুমিয়ে থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতরাত সোয়া ১টার দুর্বৃত্তরা রশিদ চৌধুরীর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বের করতে তদন্ত চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়