বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

আশুলিয়া প্রতিনিধি :

প্রকাশিত: ১৪:৩১, ১১ ডিসেম্বর ২০২৪

আশুলিয়ার ১২ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

আশুলিয়ার ১২ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
সংগৃহীত

আশুলিয়ায় সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির ঘোষণা প্রত্যাখান করে বাৎসরিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

বুধবার (১১ ডিসেম্বর) শ্রমিক অসন্তোষের পর কারখানাগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়। 

শিল্প পুলিশ জানায়, বুধবার সকালে আশুলিয়ার নরসিংহপুরসহ আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট প্রত্যাখ্যান করে বাৎসরিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃষ্টির দাবিতে কর্মবিরতি পালন শুরু করে। পরবর্তীতে ওই এলাকার অন্তত ১২টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে মালিক পক্ষ।

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মুমিনুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে বলেন, শ্রমিক অসন্তোষের কোনো ধরনের সংঘর্ষ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়