বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১১:০৬, ১০ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু কর্মজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি চাঁন মিয়া গ্রেফতার

বঙ্গবন্ধু কর্মজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি চাঁন মিয়া গ্রেফতার
সংগৃহীত

বাংলাদেশ বঙ্গবন্ধু কর্মজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী চাঁন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৯ ডিসেম্বর) রাতে এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম।

একই দিন দুপুরে তাকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তার চাঁন মিয়া সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার মৃত ফজর আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, তাকে সোঁনারগাও থানা পুলিশ আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় চাঁন মিয়ার নামে সিদ্ধিরগঞ্জ থানায় ৬টি, ফতুল্লা ও যাত্রাবাড়ি থানা ২টি সহ মোট ৮টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়