শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বগুড়া প্রতিনিধি :

প্রকাশিত: ১৫:৩১, ৯ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সংগৃহীত

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মতিন মিঠু নামে এক আওয়ামী লীগ নেতা মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান।

কারাগারের কর্মকর্তারা বলেন, বুকে ব্যাথা অনুভব করায় রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় হাসপাতালে নেওয়ার পর সকালে তার মৃত্যু হয়। একটি হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৩ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। 

বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ গণমাধ্যমকে বলেন, হাজতি আব্দুল মতিন মিঠু রবিবার গভীর রাতে বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

জনপ্রিয়