বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশিত: ১২:২২, ৭ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২
সংগৃহীত

নরসিংদীতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে করে ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুজন নিহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে দশজন।

শনিবার (৭ ডিসেম্বর) জেলার রায়পুরা উপজেলার নজরপুর মিথিকান্দি এলাকায় এই সংঘর্ষ ঘটে।

জানা যায়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে সকাল সোয়া ১০টার দিকে গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতদের হাসপাতালে আনা আনোয়ার হোসেন বলেন, আজ ভোরের দিকে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির সময় আমার ভাই, ভাবি, ভাতিজাসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়। প্রথমে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে আমার চাচাতো ভাই আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন গণমাধ্যমকে জানান, আজ সকালের দিকে রক্তাক্ত অবস্থায় নরসিংদী থেকে নারীসহ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়