সুনামগঞ্জ সীমান্তে অস্ত্রসহ আটক ৩
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে লং রেঞ্জ শুটিং রাইফেলসহ ৩জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী।
এ সময় ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর গাজী মুহাম্মদ সালাহউদ্দিন, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আটকরা হলেন- বড়চড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাজু আহম্মেদ (২১), মো. আলতু মিয়ার ছেলে মো. জালাল মিয়া (২৩) ও নূর মোহাম্মদের ছেলে মো. রাসেল মিয়া (২৫)।
বিজিবি জানায়, সিভিল সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন সীমান্ত থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ১ নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়ায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মের্সাস শামীম ট্রেডার্সের কয়লা ও পাথর ডিপোর অব্যবহৃত অফিস থেকে একটি লং রেঞ্জ শ্যুটিং রাইফেলসহ (প্রাণঘাতী) তিনজনকে আটক করা হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, আটক হওয়াদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. নাজমুল হোসেন (২৭) বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অস্ত্রটি অফিস ঘরে তাদের কাছে রেখে যায়। অস্ত্রটি এ এলাকার জনগণকে ভয়-ভীতি দেখানো ও সন্ত্রাসী কাজে ব্যবহার হতো।
কমান্ডার কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত দিয়ে বাংলাদেশে কোনো অবৈধ পণ্য, মাদক কিংবা অস্ত্র যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। চোরাকারবারিদের কঠোর হস্তে দমন করতে বিজিবি বদ্ধপরিকর।