দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসচালক ও ট্রাকচালকসহ তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় অন্তত আরও ১৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে আসছিল ধানবোঝাই একটি ট্রাক। যদুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি এবং বিপরীত থেকে থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে বাসের আরেক যাত্রী মারা যান।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অনেকেই। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছেন।