ঘাটাইলে ইয়াবাসহ তিন ছাত্রনেতা আটক

টাঙ্গাইলের ঘাটাইলে ৪০০ পিস ইয়াবাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ছাত্র নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) দিনগত গভীর রাতে বীর ঘাটাইল সাগরিকা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
আটককৃতরা হলো- ঘাটাইল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. শাহ আলম (২৬), সাদমান মোহাম্মদ সাকি (২৪) ও মো. সিয়াম (২০)। তারা ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার গভীররাতে বীর ঘাটাইল সাগরিকা হোটেল এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ মো. শাহ আলম, সাদমান মোহাম্মদ সাকি ও মো. সিয়ামকে আটক করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক আইনে মামলা হয়েছে।