আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ভারতের আগরতলার ত্রিপুরার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) শিক্ষার্থীরা নজরুল ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। মিছিলে শিক্ষার্থীরা 'গোলামী না আজাদী, আজাদী আজাদী'; 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম'; 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা'; 'ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ'; 'হাইকমিশনে হামলা কেন, দিল্লি তুই জবাব দে'; 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ'; 'আমরা কি চাই, আজাদী আজাদী'; 'একশন একশন, ডাইরেক্ট একশন' ইত্যাদি স্লোগান দেয়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, স্বৈরাচারী সরকার ভারতে পালিয়ে গিয়েও ক্ষান্ত হয়নি, আমাদের মাতৃভূমির বিরুদ্ধে তারা অব্যাহত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা ছাত্রসমাজ বারবার সেই ষড়যন্ত্র মোকাবিলা করে আসছি এবং ভবিষ্যতেও মোকাবিলা করব। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা আমাদের মাতৃভূমির প্রতি এক ইঞ্চি জমিও ছাড়ব না। ভারতের মোদি সরকার বিভিন্নভাবে মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য অপপ্রচার চালিয়ে উস্কানি দিচ্ছে। আমরা ভারতে বাংলাদেশের উপহাইকমিশনে হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই।
এছাড়া তারা আরও জানান, ভারতের আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে ভারতীয় সন্ত্রাসীরা হামলা করেছে, যা আমাদের জন্য গভীর চিন্তার বিষয়। হাইকমিশনে হামলা মানে বাংলাদেশের উপর হামলা, এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসীরা শুধু দূতাবাসে হামলা করেই ক্ষান্ত হয়নি, তারা সিলেট ও ফেনী সীমান্তেও হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারত সরকারকে আমরা বলতে চাই, বাংলাদেশকে নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর প্রয়োজন নেই, বরং আপনার দেশের অত্যাচারিত সম্প্রদায় নিয়ে চিন্তা করুন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করুন।