বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

নাটোর প্রতিনিধি :

প্রকাশিত: ১৬:১৫, ৪ ডিসেম্বর ২০২৪

নাটোরে পলকসহ ২৯ জনের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা 

নাটোরে পলকসহ ২৯ জনের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা 
সংগৃহীত

নাটোরে জামায়াতের এক নেতাকে অজ্ঞাত মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে হাতুড়িপেটার আলোচিত ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী জামায়াত নেতা। 

বুধবার (৪ ডিসেম্বর) সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক গণমাধ্যমকে এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সিংড়া থানায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহ্‌মেদ পলকসহ ২৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

আব্দুর রাজ্জাক বাদী হয়ে করা মামলায় অভিযোগ করা হয়, বাদী (আব্দুর রাজ্জাক) একজন ইসলামী আলোচক। তিনি ২০২৩ সালে উপজেলার ছাতারবাড়িয়া শাহী জামে মসজিদের জলসায় আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত প্রধান অতিথি তৎকালীন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ১৫ আগস্টে নিহতদের নাম ধরে ধরে দোয়া করার নির্দেশ দেন। মোনাজাতে আব্দুর রাজ্জাক নাম ধরে ধরে দোয়া না করায় জুনাইদ আহ্‌মেদ পলক জলসায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন। পরবর্তীতে পলকের নির্দেশে আসামিরা গত বছরের ১০ নভেম্বর দুপুরে বাদী উপজেলার কালিগঞ্জ বাজার মসজিদে জুমার নামাজ পড়িয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাকে উপজেলার রহিম উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশ থেকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। মাইক্রোবাসের মধ্যেই হেলমেট বাহিনীর সদস্যরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত পা ভেঙে গুরুতর জখম করে। পরে অচেতন অবস্থায় মৃত ভেবে বগুড়ার নন্দীগ্রামের একটি পুকুর পাড়ে ফেলে যায়। দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও আজ পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হননি।

তার মামলায় পলক ছাড়াও পলকের শ্যালক অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, পলকের ঘনিষ্ঠজন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জান্নাতুল ফেরদৌস এবং চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলাকে আসামি করা হয়েছে।

কোনো কারণ ছাড়া আব্দুর রাজ্জাককে রাস্তা থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে করা নির্মম নির্যাতনের তদন্ত করে উপযুক্ত বিচার দাবি করেছেন বাদী।

এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক গণমাধ্যমকে বলেন, আগের একটি ঘটনায় গতকাল জামায়াতের এক নেতা পলকসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। আজকে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে প্রধান আসামি অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন। অন্যান্য আসামি যারা পলাতক রয়েছেন তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়