হাইকমিশনে হামলা-ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ
ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সোমবার (২ ডিসেম্বর) রাতে নগরীর শামসুর রহমান রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। স্বৈরাচারের দালালরা আর কিছুই করতে পারবে না।
তারা আরো বলেন, ৫ আগস্টের পর পরিবর্তনশীল বাংলাদেশ গঠনে আমরা উদ্যোগ নিয়েছি। ছাত্র-জনতা আজ এক। দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একত্রিত। আমরা সবাই হাতে-হাত রেখে লড়াই করব। আমরা আর কারও দাসত্ব করতে চাই না।
এসময় ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণারও দাবি জানান তারা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জহুরুল ইসলাম তানভীর, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, রাফসান, মিনহাজুল ইসলাম সম্পদ, মহররম হাসান মাহিম, তারেক, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরান, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, সুমাইয়া বান্না ও আফসা প্রমুখ।