বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

প্রকাশিত: ০৮:২৭, ৩ ডিসেম্বর ২০২৪

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ
সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে  হামলা এবং সিলেট ও ফেনী সীমান্তে উগ্র ভারতীয়দের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জয় বাংলা চত্বরে শেষ হয়।


ভারতের  ত্রিপুরা রাজ্যের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর করে  ভারতের ডানপপন্থী সংস্থা ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ এবং এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা হেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়।  এই হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ।

ভারতের হামলাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, " আমরা দেখেছি গতকাল ও আজ ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ কনস‍্যুলেটে হামলা এবং সিলেট ও ফেনী সীমান্তে বাংলাদেশের দিকে মাইক দিয়ে উচ্চস্বরে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায় । "

তিনি ভারতকে হুশিয়ার করে বলেন," আমরা ভারত কে স্পষ্ট করে বলে দিতে চাই এটা সিকিম না, আরো বলতে চাই এটা হায়দরাবাদ না, এটা স্বাধীন সার্বভৌমত্বের ৫৬ হাজার বর্গমাইলের দেশ বাংলাদেশ। আপনারা যতই ষড়যন্ত্রের চেষ্টা  করেন কেন বুকের তাজা রক্ত দিয়ে তার সেই ষড়যন্ত্রের মোকেবেলা করা হবে। আপনারা যদি মনে করেন বাংলাদেশ দিল্লি থেকে পরিচালিত হবে,  তাহলে বোকার স্বর্গে বাস করছন। বাংলার মোসলমান কখনো বেঁচে আছে। মোসলমান কখনো অন্যের অধিনে চলে না, বরং তাদের অধীনে অন্যরা চলে।"

জনপ্রিয়