বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২২, ২৮ নভেম্বর ২০২৪

শেরপুরে পীরের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট

শেরপুরে পীরের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট
মুর্শিদপুর পীরের দরবার

শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে (মুর্শিদপুর পীরের দরবার) ভেঙে ও পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

 

এর আগে মঙ্গলবার ভোরে শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকার মুর্শিদপুর পীরের দরবারে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হামলাকারীদের গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। গতকাল বুধবার আহতদের একজন ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

 

নিহত ওই ব্যক্তির নাম মো. হাফেজ উদ্দিন (৪০)। তিনি শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর গ্রামের মো. ইদু মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

 

আজ সকালে লসমনপুর ইউনিয়নের জামশেদ আলী কলেজ মাঠে তার জানাজা শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেরিকেড ভেঙে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় দরবারের শতাধিক গরু, মহিষ, ছাগল, দুম্বা সহ যাবতীয় মালামাল নিয়ে যায় মানুষ।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়