শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

প্রকাশিত: ১১:১৯, ২২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় মেধার ভিত্তিতে ৭৯ কনস্টেবল নিয়োগ

ব্রাহ্মণবাড়িয়ায় মেধার ভিত্তিতে ৭৯ কনস্টেবল নিয়োগ
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার পু‌লি‌শ কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছ ও স‌ঠিক প্র‌ক্রিয়ায় সম্পন্ন হয়েছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন পু‌লিশ সুপার (এসপি) মোহাম্মদ জাবেদুর রহমান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পু‌লিশ সুপার কার্যালয়ে সাংবা‌দিক‌দের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে হ‌য়েছে। কেউ কাউকে টাকা দিয়ে প্রতা‌রিত হয়নি। তাছাড়া যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্য ৭৯ জন মেধায় এবং ৪ জন কোটার প্রার্থীকে কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, কেউ কারো বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি অথবা অর্থ আত্মসাতের পাঁয়তারা করছে— এমন তথ্য-প্রমাণ থাকলে পুলিশের দারস্থ হওয়ার অনুরোধ জানাচ্ছি। ইতোমধ্যে ৫-৬ জনের আবেদন পেয়েছি এবং সেই ব্যাপারে যথাযথ সমাধান দিয়েছি। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়