মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

মেহেরপুর প্রতিনিধি :

প্রকাশিত: ২১:১৭, ১৮ নভেম্বর ২০২৪

মেহেরপুরে ইউপি চেয়ারম্যান মফিজুর গ্রেফতার

মেহেরপুরে ইউপি চেয়ারম্যান মফিজুর গ্রেফতার
সংগৃহীত

মেহেরপুরে মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দলোনের সময় গত ৫ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে (৪৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৮ নভেম্বর) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মফিজুর রহমান মোনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।

মেহেরপুর র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলায় এজাহারনামীয় পলাতক আসামি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসপাতাল পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মফিজুর রহমানকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়