নবাবগঞ্জে মদসহ দুই মাদককারবারি গ্রেফতার
ঢাকার নবাবগঞ্জে যৌথ অভিযানে পিয়ারা বেগম (২৬) ও মো. জালাল খান (৩৮) নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর গ্রামে সেনা সদস্য ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪০০ লিটার চোলাই মদ, গাঁজা ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদককারবারি জালাল নবাবগঞ্জ উপজেলার নিলামম্বরপট্টি এলাকার মোসলেম খানের ছেলে ও পিয়ারা রুপারচর গ্রামের সাগর ব্যাপারীর স্ত্রী।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঢাকার নবাবগঞ্জ উপজেলার রুপারচর গ্রামটি দেশীয় বাংলা মদ (চোলাই মদ) তৈরি ও বিক্রির জন্য বিখ্যাত এলাকা হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৪০০ লিটার চোলাই মদ, গাঁজা ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।