চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ অনেকে
চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ থেকে ১০ জন গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
জানা যায়, এ ঘটনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার এবং ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। গোলাগুলির সময় সাধারণ মানুষও গুলিবিদ্ধ হয়েছে। এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির এই দুই গ্রুপের মধ্যে অন্তত ৪টি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, তিনি ঘটনাস্থলে গেছেন এবং বিস্তারিত তথ্য পরে জানাবেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।