বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৭, ১ মার্চ ২০২৪

তেজগাঁওয়ে মন্টু বাহিনীর ১৬ সদস্য গ্রেপ্তার

তেজগাঁওয়ে মন্টু বাহিনীর ১৬ সদস্য গ্রেপ্তার
তেজগাঁওয়ে মন্টু বাহিনীর ১৬ সদস্য গ্রেপ্তার

তেজগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী মন্টু ওরফে ব্লেড মন্টু বাহিনীর ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ  সময় তাদের কাছ থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নজরুল ইসলাম (৫৩), মো. রফিক (৩০), মো. সুরুজ মিয়া (৩১), মো. আমির হোসেন (৫৫), মো. হারুন মিয়া (৪৩), মো. মনির হোসেন (২৫), মো. রুবেল কাজী (২৭), মো. কিরণ মিয়া (৪৫), মো. রুহুল আমিন (২০), মো. হালিম (৪০), মো. বেলাল হোসেন (৪৫), মো. সিফাত হোসেন (১৮), মো. গোলাম মোস্তফা (২৪), মো. জামাল হোসেন (৩৫) এবং মো. আলম মিয়া (৫৪)।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, তাদের সবার বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে। এর আগে, তাদের অনেকেই গ্রেপ্তার হলেও ব্লেড মন্টু তাদের জামিন করিয়ে নিতেন। ব্লেড মন্টু তেজগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে বলে জানান তিনি।

আ/ম

জনপ্রিয়