বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

খাগড়াছড়ি প্রতিনিধি :

প্রকাশিত: ১০:৪০, ৬ নভেম্বর ২০২৪

খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু

খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু
সংগৃহীত

খাগড়াছড়ি খ্যাংসা পাড়া এলাকায় বজ্রপাতে ১জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বজ্রপাতে আরও ৪জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে খাগড়াছড়িতে হঠাৎ ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শীলাবৃষ্টি হয়।

ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া বিলবোর্ড, বৈদ্যুতিক তার ছিড়ে পড়েছে। খাগড়াছড়ি বাস টার্মিনালের মূল সড়কের ওপর গাছ ভেঙে পড়ার কারণে প্রায় এক ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। অনন্ত মাস্টার পাড়া এলাকায় ঝড়ে গাছ উপড়ে বিদ্যুতের ট্রাসফরমার পড়ে গেছে।

এছাড়া খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের গ্যারেজ শেডের ওপরে একটি গাছ ভেঙে পড়ে। এতে বাবুল ত্রিপুরা (২৭) নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।

এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখনো বিদ্যুৎবিহীন রয়েছে খাগড়াছড়ি সদরসহ ৪টি উপজেলা। 

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া গণমাধ্যমকে বলেন, বিভিন্নস্থানে ভেঙে পড়া গাছপালা অপসারণের কাজ চলছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়