শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

কুমিল্লা প্রতিনিধি :

প্রকাশিত: ১৯:৩৫, ৫ নভেম্বর ২০২৪

কুমিল্লায় বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

কুমিল্লায় বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০
সংগৃহীত

কুমিল্লায় বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় জেলার দেবিদ্বার উপ‌জেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা হয়।  

ঘটনার পর যান চলাচল বন্ধ থাকায় যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কজুড়ে। এর ফলে দুর্ভোগে পড়ে এ সড়ক ব্যবহারকারীরা। পরে দুপুর ২টার দিকে এ সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর এলাকায় চলন্ত একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে সেটি মুখ থুবড়ে পড়ে। এসময় একটি কাভার্ডভ্যান ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটির পেছনের অংশ ও কাভার্ডভ্যানের সামনের অংশ চুরমার হয়ে যায়।

একই সময় কাভার্ডভ্যানটির পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও  কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে প‌ড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়।  

মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, রেকার দি‌য়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সরানো হয়েছে। কাভার্ডভ্যানটি অ‌নেক বড় হওয়ায় একটু সময় বেশি লেগেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়