এরার শ্রী চিন্ময় প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা!
সংখ্যালঘু নির্যাতন ও তাদের অধিকার নিয়ে জনপ্রিয় ব্যক্তি শ্রী শ্রী চিন্ময় প্রভূকে প্রধান আসামি করে বাংলাদেশে সনাতনী জাগরণের নেতৃবৃন্দের বিরুদ্ধে চট্টগ্রামে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে দায়ের করা মামলায় চিন্ময় ১৯ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে এতে আসামি করা হয়
মনে করা হচ্ছে, সম্প্রতি চট্রগ্রামের লালদীঘি ময়দানের বিশাল মহাসমাবেশ ও আগামী ২ তারিখে ঢাকাসহ সারাদেশে ডাকা মহাসমাবেশের প্রেক্ষাপটে এ পদক্ষেপ। তবে এতে পরিস্থিতি আরো জটিল হলো বলেই মনে করা হচ্ছে। ইতোমধ্যেই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে সংখ্যালঘু সকল সংগঠনের পক্ষ থেকে।
এদিকে মামলায় রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাশ (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এই মামলার ১৮ এবং ১৯ নং আসামী রাজেশ আর হৃদয়।
গ্রেফতারকৃত রাজেশ নগরীর আলকরণ দোভাষ কলোনির ৪ নম্বর গলির মৃত শ্যামল চৌধুরীর ছেলে ও হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে। দুই যুবকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।