মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সাভার প্রতিনিধি :

প্রকাশিত: ১২:৫৩, ৩১ অক্টোবর ২০২৪

সাভারে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সাভারে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সংগৃহীত

সাভারে মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আনদোলনের সময় ছাত্র-জনতা হত্যার দায়ে অভিযুক্ত সেলিম মন্ডল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। এর আগে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গতকাল রাতে সাভার মডেল থানায় সোপর্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃত সেলিম মন্ডল সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। তবে তিনি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের একান্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগস্ট জুড়ে সাভারে প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার পরবর্তীতে সাভার মডেল থানা ও আদালতে হত্যা মামলা দায়ের করেন। এমন মামলার এজাহারভুক্ত আসামি সেলিম মন্ডলকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে র‍্যাব।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া গণমাধ্যমকে বলেন, সেলিম মন্ডলকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়