পঙ্গু হাসপাতালের সামনে দুজনকে গুলি
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে দুজনকে গুলি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এই গুলির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটননায় রনি শেখ রুবেল নামের এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই গুলির ঘটনা ঘটেছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আসামিদের। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা চলছে।