শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

ফেনী প্রতিনিধি :

প্রকাশিত: ২৩:৩১, ২১ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ফেনীতে মশাল মিছিল

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ফেনীতে মশাল মিছিল
সংগৃহীত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর দেওয়া বক্তব্য প্রত্যাখান করে ফেনীতে মশাল মিছিল বের করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হওয়া মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সমন্বয়ক আব্দুল আজিজ, সংগঠক বদরুদ্দোজা নোবেল, জয়নুল আবেদীন সাগর, সানী মজুমদার, সহ-সমন্বয়ক সুরাইয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আবদুল আজিজ বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বক্তব্য দিয়েছেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করেননি’। এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার রাষ্ট্রপতি পদের বৈধতা হারিয়েছেন। তিনি আর রাষ্ট্রপতি থাকার এখতিয়ার রাখেন না। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য তিনি ষড়যন্ত্র করছেন। শহীদ ভাইদের রক্তের দাগ আমরা এখনো ভুলে যাইনি। শহীদ ভাইদের রক্তের ওপর আওয়ামী ফ্যাসিস্ট ও খুনি হাসিনার সময়ে দেয়া রাষ্ট্রপতির এমন বক্তব্য ছাত্র-জনতা প্রত্যাখান করেছেন। আমরা অবিলম্বে দ্রুত রাষ্ট্রপতির পদত্যাগ চাই।

অন্যান্য বক্তা বলেন, অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ, আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতিকে যেন দ্রুত পদত্যাগ করতে বাধ্য করা হয়। যদি রাষ্ট্রপতি পদত্যাগ না করে তাহলে আমরা রাজপথ ছাড়ব না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়