মোহাম্মদপুরে দুই ভাই গুলিবিদ্ধ
রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ কাঁচা বাজারের কমিটির সভাপতি আবুল হোসেন ও তার ভাই মাহবুবকে দুর্বৃত্তরা গুলি করেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।
ধারণা কার হচ্ছে, বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এমনটি হতে পারে।