শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কেরানীগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ২২:৫৯, ৫ অক্টোবর ২০২৪

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
সংগৃহীত

কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নে হোটেলে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।

শনিবার (৫ অক্টোবর) ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, ওই মার্কেটের একটি বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মায়ের বিরিয়ানির পাশের একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডারের সঙ্গে নবাবগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর মুহূর্তেই সেখানে আগুন ধরে যায়। এসময় হোটেল কর্মচারী মারাত্মকভাবে আহত হন। বিস্ফোরণ হওয়ার পর লোকজন এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মো. কাজল মিয়া গণমাধ্যমকে বলেন, রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলেও জানিয়েছেন এই ফায়ার স্টেশন মাস্টার।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়