বরিশালে কাউন্সিলরসহ ২১ আ.লীগ নেতাকর্মী কারাগারে
বরিশালে বিএনপির অফিসে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ৯ জন সাবেক কাউন্সিলরসহ ২১ জনকে কারাগারে পাঠায় আদালত।
মঙ্গলবার (২ অক্টোবর) বেলা ১১টায় নগরীর ১০টি ওয়ার্ডের ১০ জন কাউন্সিলর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। তাদের মধ্যে একজন কাউন্সিলর অসুস্থ থাকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। বাকিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আশরাফ উদ্দিন।
উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নেওয়ায় পুলিশ আসামিদের রিমান্ড চায়নি বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু। এ নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আফজালুল করিম।
কারাগারে যাওয়া কাউন্সিলররা হলেন- সামসুদদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।
এ সময় পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন বাদী ও বিবাদীর আইনজীবীরা। দীর্ঘ শুনানি শেষে বিচারক ৯ কাউন্সিলরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।