চট্টগ্রামে জাহাজে আগুন, নিহত ২
চট্টগ্রামে ডলফিন জেটিতে নোঙ্গর করা ‘এমটি বাংলার জ্যোতি'তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের একজন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ। অন্য জনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ শনাক্ত করা যায়নি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি বলেন, বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সেখান থেকে আমরা দুইজনের লাশ উদ্ধার করি। তবে জাহাজটির মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পক্ষ থেকে নিহতের কথা সরাসরি স্বীকার করা হয়নি।
বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেন, তাদের তিনজন নিখোঁজ রয়েছেন।
সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙ্গর করা ক্রুড অয়েলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতি’তে আগুন লাগে।
নৌবাহিনী, কোস্ট গার্ড, বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাংলার জ্যোতির মালিকানা প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ব বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজের সামনের অংশে আগুন লেগেছে। জাহাজে থাকা ১১ হাজার ৭শ' টন তেল সুরক্ষিত আছে।
তিনি আরও বলেন, আমদানি করা তেল পরিবহন করে এই ট্যাংকারটি।