শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০০:১১, ২৭ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামে মার খেল ছাত্রদলের দুই নেতা

চট্টগ্রামে মার খেল ছাত্রদলের দুই নেতা
প্রতীকী ছবি

ছাত্রদলের দুই নেতাকে চট্টগ্রামের রাউজানে উপজেলা মারধরের অভিযোগ ওঠেছে। আহত অবস্থায় সে দুই ছাত্রনেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে দুপুরের দিকে তাঁদের উদ্ধার করে পুলিশ।

মারধরের শিকার সে দুই ছাত্র নেতা হলেন– রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তারা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের সমর্থক বলে জানা যায়। বর্তমানে আহত দুই ছাত্রদল নেতা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘দলীয় কোন্দলে দুই ছাত্রদল নেতাকে মারধর বা অপহরণ করা হয়েছে বিষয়টি সেরকম না। পুলিশ দুজনকেই উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুজনের শারিরীক অবস্থা স্থিতিশীল আছে। তারা আশঙ্কামুক্ত।’

ওসি আরও বলেন, ‘যাদের মারধর করা হয়েছে তারা গোলাম আকবর খন্দকরের সমর্থক। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করতে থানায় আসেনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়