গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মালেকেরবাড়ি এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ।
শনিবার (২১ সেপ্টেম্বর) ওই এলাকার টিএনজেড লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন।
এ সময়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড লিমিটেড পোশাক কারখানা স্বাভাবিক সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করে না।
প্রায় প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করতে হয় শ্রমিকদের। গত আগস্ট মাসের বেতন চলতি মাসের ২০ দিন চলে গেলেও পরিশোধ করেনি।
এর আগে বেতনের দাবি জানালে ১৯ সেপ্টেম্বর বেতন দেওয়ার ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। কিন্তু সেই ঘোষণা অনুযায়ী ১৯ সেপ্টেম্বর শ্রমিকরা বেতন ভাতা পায়নি।
বেতন না পেয়ে শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের উভয় দিকে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দেয়। কারখানার শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল শুরু করে। এতে ওই মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, গত ১৯ সেপ্টেম্বর শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তাদের বেতন দেয়নি। যার কারণে সকালে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধের চেষ্টা করা হচ্ছে।