মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

ফেনী প্রতিনিধি :

প্রকাশিত: ২৩:৫৩, ৩১ আগস্ট ২০২৪

বন্যাদুর্গত ফেনীর দুর্গাপুর পরিদর্শন করলেন বিমানবাহিনী প্রধান

বন্যাদুর্গত ফেনীর দুর্গাপুর পরিদর্শন করলেন বিমানবাহিনী প্রধান
সংগৃহীত

ফেনী জেলার দুর্গাপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শনিবার (৩১ আগস্ট) ফেনী জেলার দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকায় বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। 

এ ছাড়াও ঢাকার বি এ এফ শাহীন কলেজের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকারের কাছে হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী বন্যা দুর্গত এলাকায় অব্যাহতভাবে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে। এছাড়াও বিমান বাহিনী কর্তৃক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। 

পরিদর্শনে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়