কিশোরগঞ্জে হাসিনা-কাদেরসহ ৮৮ জনের নামে মামলা
মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দোলনকে কিশোরগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা গুলি, হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৮৮ জনের নাম উল্লেখ ও আরো ২০০-৩০০ জন অজ্ঞাতনামা আসামির নামে থানায় মামলা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বিএনপিকর্মী মতিউর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক এমপি নাজমুল হাসান পাপন, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশের সাবেক আইজি ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মো. আফজাল হোসেনকে হুকুম ও প্ররোচনার আসামি করা হয়েছে।