শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৫, ১৭ আগস্ট ২০২৪

খুলেছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

খুলেছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা
সংগৃহীত

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স খোলা হয়েছে, সেইসাথে চলছে গণনা কাজ।

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় এ দানবাক্সগুলো খোলা হয়েছে।

ঐতিহাসিক মসজিদটির দানবাক্সগুলো প্রতি তিন মাস পরপর খোলা হলেও এবার খোলা হয়েছে তিন মাস ২৬ দিন পর। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মহুয়া মমতাজের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৮ টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখের। 

টাকা গণনার কাজে জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীরা ছাড়াও মাদরাসার ২৪৫ জন ছাত্র, ব্যাংকের ৫০ কর্মী, মসজিদ কমিটির ৩৪ ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্য অংশ নিয়েছেন। 

দানবাক্সগুলো খোলার পর গণনা দেখতে মসজিদের আশপাশে ভিড় করছেন উৎসুক জনতা। তাদের মধ্যে অনেকে এসেছে দূর-দূরান্ত থেকে। এর আগে চলতি বছরের ২০ এপ্রিল চার মাস ১০ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। তখন গণনা শেষে সাত কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়