মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২২, ১৬ আগস্ট ২০২৪

হাজতির মৃত্যুকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ

হাজতির মৃত্যুকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ
সংগৃহীত

বাহারুর বাদশা নামে এক কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রংপুর কেন্দ্রীয় কারাগারে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। 

শুক্রবার (১৬ ই আগস্ট) আনুমানিক সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

একটি সূত্রে জানা গেছে, রংপুর পীরগঞ্জের বাহাদুর মিয়ার ছেলে বাহারুল কারাগারে আটক ছিলেন। সকালে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বন্দীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাঁকা গুলি করে। 

জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ও ৬৬ পদাধিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কারাগারের ভিতরে অবস্থান করেছেন। 

সেনা সদস্যের পাশাপাশি পুলিশ ও র‍্যাব কারাগারের বাহিরে সতর্ক অবস্থানে রয়েছে। 

জেলা প্রশাসক মোবাশ্বের হোসেন জানান, কয়েদিদের দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়