রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

নীলফামারী প্রতিনিধি :

প্রকাশিত: ১৭:৫৯, ২ আগস্ট ২০২৪

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সংগৃহীত

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে দিকে জেলার সৈয়দপুরের ওয়াপদা মোড়ের নয়া বাজার ও কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নের জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজার দক্ষিণ সোনা কুড়ি নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাছারি শাহাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে উত্তরা ইপিজেডের শ্রমিক সুমন ইসলাম (২৭) ও সিয়াম হোসেন (২২), ডিমলা উপজেলার গয়াবাড়ি এলাকার নুরুল হকের ছেলে আনারুল হক(৩০) এবং জলঢাকা পৌরসভার চেরেঙ্গা হাজী পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মেজবাহুল ইসলাম মতিন (৪০)।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, মোটরসাইকেল আরোহীরা সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। তারা ওই স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে নীলফামারী সদরের নিজ বাড়িতে নিয়ে গেছে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, কয়েকজন শ্রমিক জলঢাকা থেকে মাইক্রোবাস যোগে কাজের উদ্দেশ্য বগুড়া যাচ্ছিলেন। পথে তাদের মাইক্রোবাসটি জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজার দক্ষিণ সোনা কুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন আরও চারজন।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ এখনো কাজ করছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়