শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:৪২, ২ আগস্ট ২০২৪

সেন্টমার্টিন দ্বীপবাসিদের মাঝে কোস্ট গার্ডের খাদ্য সামগ্রী বিতরণ 

সেন্টমার্টিন দ্বীপবাসিদের মাঝে কোস্ট গার্ডের খাদ্য সামগ্রী বিতরণ 
সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপবাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২ আগস্ট) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। সাম্প্রতিক সময় বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন এ খাদ্য সামগ্রী পরিবহন কিছুটা দুরূহ হওয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী সেন্টমার্টিন্স এ খাদ্য সামগ্রী পৌছে দেয়। সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দ্বীপবাসিদের মাঝে ২ দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে কোস্ট গার্ড। 

তিনি আরও বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রমে অধিনায়ক বিসিজিএস মনসুর আলী কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম, (এনডি), এএফডব্লিউসি, পিএসসি, বিএন ও স্টেশন কমান্ডার সেন্টমার্টিন লেঃ কমান্ডার মোঃ মিজানুল হক ইমরান, (এক্স) বিএনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ০২ দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় একহাজার পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়