রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

ঝালকাঠি প্রতিনিধি :

প্রকাশিত: ১৪:১২, ২৭ জুলাই ২০২৪

ঝালকাঠি শেখেরহাট ইউনিয়ন পরিষদের উপনির্বাচন স্থগিত

ঝালকাঠি শেখেরহাট ইউনিয়ন পরিষদের উপনির্বাচন স্থগিত
সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনটি স্থগিত করা হয়েছে। 

শনিবার (২৭ জুলাই) এ উপনির্বাচন হওয়ার কথা ছিল। গত ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান নুরুল আমিন সুরুজ পদত্যাগ করেন। তবে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান। শেখেরহাট ইউপি চেয়ারম্যানের পদ ফাঁকা হয়ে যাওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৭ জুলাইয়ের উপনির্বাচনকে ঘিরে ছয়জন প্রার্থী মাঠে ছিলেন।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা মো. ছালেক।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন থেকে ২২ জুলাই তাকে মুঠোফোনে নির্বাচন স্থগিত কথা জানিয়েছেন। শিগগিরই উপনির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে।

জনপ্রিয়