শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৩:৩০, ১ জুলাই ২০২৪

ধর্ষণ মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ধর্ষণ মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত

নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার ১৪ বছর কারাদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে রবিবার হেমায়েতপুর থেকে জুয়েল (৩৫) নামের আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১জুলাই) এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।  

তিনি জানান, জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা এলাকার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও জোরপূর্বক ধর্ষণ মামলার ১৪ বছর কারাদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জুয়েল (৩৫)’কে গ্রেফতার করা হয়। 

জানা যায়, গত ২০২০ সালের ২১ আগস্ট জয়পুরহাট জেলার ক্ষেতলাল এলাকার আলোচিত ও চাঞ্চল্যকর নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত জুয়েল। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত মো. জুয়েলকে আসামি করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতারকৃত জুয়েল ২ মাস জেল হাজতে থাকার পর আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। 

জুয়েল পলাতক থাকা অবস্থায় আদালত বিচারকার্য শেষে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন।।সাথে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। 

গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ও জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়