আজ ঢাকার বাতাস ‘মাঝারি’
প্রায় প্রতিদিনই মতো আজও বায়ুদূষণের তালিকায় বিশ্বের মধ্যে উঠে আসছে রাজধানীর ঢাকা।
রবিবার (৩০ জুন) এয়ার কোয়ালিটি ইনডেকক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ৪৪ যা খুবই অস্বাস্থ্যকর ও সপ্তম অবস্থান হিসেবে বিবেচিত করা হয়েছে।
এদিকে বায়ুদূষণের তালিকায় বিশ্বের ১০০ টি দেশের মধ্যে, ভিয়েতনামের হ্যানয় ১৮০ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয়, উগান্ডার কাম্পালা ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় এবং পাকিস্তানের লাহোর ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।
১০১ থেকে ১৫০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।
আ/ম