বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

টাঙ্গাইল প্রতিনিধি :

প্রকাশিত: ১২:৩১, ২৪ জুন ২০২৪

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ২ কোটি ৯২ লাখ টাকা টোল আদায়

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ২ কোটি ৯২ লাখ টাকা টোল আদায়
সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কয়েক দিন ধরে নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে লাখ লাখ মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে এরই কারনে বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৬০০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫৫০ টাকা।

সোমবার (২৪ জুন) বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যম কে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৯৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ২২ হাজার ৭০৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৬০০ টাকা।

তিনি আরও বলেন, স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে যানবাহনের চাপ রয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়