সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন কানন আরা বেগম
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন পেলেন কানন আরা বেগম। তিনি নোয়াখালী থেকে মনোনয়ন পেয়েছেন৷ বর্তমানে তিনি গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য।
তার বাবা বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল হাদী। তিনি প্রথমে ন্যাপ (ভাসানী), পরে দল ভাগ হলে ন্যাপ (মোজাফফর) অংশের নেতা ছিলেন।
কানন আরা সংবাদ পরিক্রমাকে জানান, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ হয়েছে। সেই ব্রত নিয়ে এগিয়ে যাব। আমার পিতা মরহুম কমরেড আব্দুল হাদী ছিলেন একজন দেশপ্রেমি মানুষ। তিনি, মানুষের অধিকার আদায়ে ও শাসক শ্রেণির নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ফলে, কারাভোগও করেছেন। আমার শরীরে তাঁর রক্ত, আমি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মানুষের জন্য কাজ করব, মানুষের কথা বলব।
এর আগে বুধবার বিকেলে গণভবনে সংরক্ষিত আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি জানান কানন আরা বেগম জোটের মনোনীত প্রার্থী।