মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশিত: ২১:০৯, ১৯ জুন ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত বেড়ে ১০

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত বেড়ে ১০
সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে নিহতের সংখ্যা আরও বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে আটজন রোহিঙ্গা ও দুইজন বাংলাদেশি রয়েছেন। 

গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (১৯ জুন) সকাল পর্যন্ত উখিয়ার ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ১ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকের সুলতান আহমদের মেয়ে পুতনী বেগম (৩৪), ৮ নম্বর ক্যাম্পের বি-৮২ ব্লকের মো. হারেজ (৪), ৯ নম্বর ক্যাম্পের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার আলী জহুরের ছেলে মো. হোসেন আহমেদ (৫০), আই-৪ ব্লকের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮) ও মো. জামালের ছেলে মো. সালমান (৩), ১০ নম্বর ক্যাম্পের আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫) এবং ১৪ নম্বর ক্যাম্পের উখিয়ার থাইংখালী এলাকার শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)।

এ বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী গণমাধ্যমকে বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে হয়েছে। ঝুঁকিপূর্ণ যেসব বসতি আছে তাদের সরানোর কাজ চলমান।

জনপ্রিয়