বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

সংরক্ষিত আসনে দ্বিতীয়বার মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম

সংরক্ষিত আসনে দ্বিতীয়বার মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম
ফরিদা খানম

দ্বাদশ জাতীয় সংসে সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি। তিনি নোয়াখালী থেকে মনোনয়ন পেয়েছেন৷ ফরিদা খানম সাকি মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের যোদ্ধা। তিনি বৃহত্তর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, বিএলএফ এর প্রধান ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত এর সহধর্মিণী। 

তার নানা নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি উকিল সেকান্দার মিয়া ভুলু। তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তার মামা শাহাব উদ্দিন ইস্কান্দার কচি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদের সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি, নোয়াখালী পৌরসভার চেয়ারম্যান।

ফরিদা খানম সাকি সংবাদ পরিক্রমাকে জানান, শেখ হাসিনা আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন। অতীতেও আমি মানুষের জন্য কাজ করেছি। ভবিষ্যতেও সেই ধারা বজায় থাকবে৷ স্মার্ট বাংলাদেশ বিনির্মানেও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করব। 

এর আগে বুধবার বিকেলে গণভবনে সংরক্ষিত আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 

জনপ্রিয়