বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

বিএসএফ এর নতুন সভাপতি ও সম্পাদকের দায়িত্ব গ্রহণ

বিএসএফ এর নতুন সভাপতি ও সম্পাদকের দায়িত্ব গ্রহণ
বিএফএস এর পুষ্পস্তবক অর্পণ

আজ (বুধবার) সকালে বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন (বিএফএসএ)-এর পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটি (ইসি) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

 

নতুন সভাপতি রাষ্ট্রদূত ড. মুহম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন আহমেদের নেতৃত্বে বিএফএসএ কার্যনির্বাহী কমিটির সদস্যরা বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

পুষ্পস্তবক অর্পণ শেষে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন অভিযাত্রা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি অর্জনের পথে সকল সদস্যের যৌথ প্রচেষ্টা অব্যহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, গতকাল ১৩ ফেব্রুয়ারি নতুন রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম (অতিরিক্ত পররাষ্ট্র সচিব) সভাপতি এবং নাঈম উদ্দিন আহমেদ (রাষ্ট্রাচার প্রধান) সাধারণ সম্পাদক হয়ে বিএফএস এ -এর পুনর্গঠিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ করেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়