শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

সুনামগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১৭:৫৫, ২ জুন ২০২৪

এমন কোনো পণ্য নেই যা বাংলাদেশে নকল হয় না : ভোক্তার মহাপরিচালক

এমন কোনো পণ্য নেই যা বাংলাদেশে নকল হয় না : ভোক্তার মহাপরিচালক

বাংলাদেশে এমন কোনো পণ্য নেই যা নকল হয় না। শিশুদেরখাদ্য থেকে শুরু করে কসমেটিকস ইত্যাদি জিনিসগুলো নকল তৈরি করছে। এসব নকলগুলো আমাদের দেশের ভেতরেই হচ্ছে, বলেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

রবিবার (২ জুন) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ভোক্তা অধিকার আইন ও সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডিজি বলেন, এসব নকল পণ্যের তথ্য সারাবিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বিশ্বের মানুষের কাছে বার্তা যাচ্ছে বাংলাদেশে ভেজাল পণ্য তৈরি হয়। আমাদের সব অর্জন ম্লান হচ্ছে এই ভেজালের কারণে। এসব ভেজালের বিষয়ে তথ্য দিলে আমরা ব্যবস্থা নেব।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, ক্যাব’র কেন্দ্রীয় সহ-সভাপতি জামিল চৌধুরী, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিকসহ অন্যান্যরা।

আ/ম

জনপ্রিয়