শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:১৫, ৩১ মে ২০২৪

চেক জালিয়াতির পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

চেক জালিয়াতির পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত

চেক জালিয়াতি মামলার পারোয়ানাভুক্ত আসামি নাজমুল আহম্মেদ ওরফে সোহাগ (৪৩) নামের এক জনকে বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার (৩১ মে) এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোহাগের বিরুদ্ধে ২০১৭ সালে চেক জালিয়াতির একটি মামলা রয়েছে। সে মামলায় ২০২৩ সালে তাকে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। সোহাগ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন ছিল। সর্বশেষ ঢাকার বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করেছিল। এন্টি টেরোরিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সোহাগকে গ্রেপ্তার করে।
 
গ্রেফতারকৃত সোহাগকে নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আ/ম

 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়