সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

নোয়াখালী প্রতিনিধি :

প্রকাশিত: ১২:৪৭, ২০ মে ২০২৪

নোয়াখালীর হাতিয়ায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ

নোয়াখালীর হাতিয়ায় ৩০ কেজি হরিণের মাংস জব্দ
সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। একইসঙ্গে হরিণের একটি চামড়া, মাথা ও চারটি পা রবিবার রাত্রে উদ্ধার করা হয়।

সোমবার (২০ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন অর রশীদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘনা নদী সংলগ্ন ঢালচর গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। পরে জব্দকৃত মাংস হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ও জানান তিনি।

আ/ম

 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়